সম্মান শেষ বর্ষের পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত,প্রথমে ভাইভা ও প্রাক্টিক্যাল

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আটকে থাকা সম্মান শেষ বর্ষের পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে চবি প্রশাসন। এক্ষেত্রে মৌখিক ও প্রাক্টিক্যাল পরীক্ষাগুলো সবার আগে নেওয়া হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড.এস এম মনিরুল হাসান।

চবি রেজিস্ট্রার দ্য ক্যাম্পাস টুডে’কে বলেন, “পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বহাল আছে।প্রথমে মৌখিক ও প্রাক্টিক্যাল পরীক্ষাগুলো নিয়ে নেওয়া হবে।পরবর্তীতে পরিস্থিতি বুঝে বিভাগের সভাপতি ও ডিনেরা মিলে সমন্বয় করে ক্রমান্বয়ে লিখিত পরীক্ষাসমূহ নেবে।পরীক্ষা সম্পর্কিত নির্দেশনা বিভাগে পাঠিয়ে দেওয়া হবে।”

উল্লেখ্য, গত ২৫ নভেম্বর করোনায় আটকে থাকা সম্মান শেষ বর্ষের পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের জন্য ৭২ ঘণ্টার সময় বেঁধে দিয়েছিল সম্মান শেষ বর্ষের শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ

Leave a Comment