ডেস্ক রিপোর্ট
ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন বর্তমান সরকার ভোট ডাকাত, তারা আরেকটি ১/১১ চাচ্ছে বলেও মন্তব্য করেন ভিপি নুর।আরও বলেন,সরকার ক্ষমতায় টিকে থাকতে সারাদেশে দেলোয়ার বাহিনী গড়ে তুলেছে বলে অভিযোগ করছেন।
জাতীয় প্রেসক্লাবে সামনে নারী নিপীড়ন বিরোধী গণসমাবেশে বক্তব্যর সময় নুর এই অভিযোগ করেন।
সমাবেশে নাগরিক ঐক্যের আহ্ববায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, পাকিস্তান আমলেও দেশের এতো বাজে অবস্থা ছিল না। নুর ও তার সহযোদ্ধাদের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এ সমাবেশে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসিফ নজরুল সহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট নাগরিকগণ।