সরকার কৃষকের ক্ষতি করে শিল্পায়ন করবে না : প্রধানমন্ত্রী

জাতীয় টুডেঃ- আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন কৃষি জমি দখল করে কেউ কোনো শিল্প কারখানা গড়ে তুলতে পারবে না। ৬ অক্টোবর বুধবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত কৃষক লীগের ১০ম জাতীয় সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, “কৃষকের ক্ষতি করে শিল্পায়ন করবে না সরকার। যত্রতত্র ইন্ডাস্ট্রি গড়া বন্ধ করে দিচ্ছি কেননা কৃষি জমি বাঁচাতে হবে। উন্নয়ন প্রকল্প নেওয়ার সময়ও কৃষকদের অগ্রাধিকার দেওয়া হয়। গত ১১ বছরে কৃষিখাতে ৬৫ হাজার ৫শ ৭১ কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে। এখন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। ভূমিহীনদের জমি এবং বাস্তুচ্যুতদের থাকার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। প্রত্যেক ইউনিয়নে ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা পৌঁছে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। “

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ

Leave a Comment