ইবি টুডেঃ ফেসবুকে সরকারবিরোধী স্ট্যাটাস দেওয়ায় ইবি শিক্ষকের বিচার দাবি করেছে ইসলামি বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রলীগ।
গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর এক বিবৃতিতে ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা এ দাবি জানিয়েছে।
জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক জসিম উদ্দিন ফেসবুকে বিভিন্ন সময়ে সরকার ও ছাত্রলীগের কর্মকাণ্ডকে ব্যঙ্গ করে বিভিন্ন স্ট্যাটাস দেয়। স্ট্যাটাসগুলো ইবি ছাত্রলীদের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের নজরে আসলে তারা ওই শিক্ষকের বিচার দাবি করে।
ছাত্রলীগের ধান কাটাকে ব্যঙ্গ করে ওই শিক্ষক স্টাটাস লিখেন, ‘ আজ পুরো বিকেল ধান কাটলাম, কখনও শুভ্র পায়জামা পাঞ্জাবি পরে, কখনও ৩০ জনের দল মিলে, ১০ কাঠা জমিও হয়নি। আবার রাত আটটায় কাটবো টিভিময় ধান।’ অন্য স্ট্যাটাসে স্কুলপর্যায়ে ছাত্রলীগের কমিটি দেওয়ার বিষয়ে লিখেন, ‘ কিন্ডার গার্ডেন বাদ যাবে কেন?। এছাড়াও সরকারের করোনা সচেতনতা নিয়ে কটাক্ষ করে স্ট্যাটাসে লিখেন, ‘ নিজে সচেতন হউন, সতর্ক থাকুন, ঘরে থাকুন। সবই জনগণ করবে তো আপনারা কী কামে আছেন? ভোটারবিহীন নির্বাচন বৈধ হলেও রাষ্ট্র জনশূন্য হলে ক্ষেমতা আওড়াবেন কার উপর?। এসব স্ট্যাটাসের জেরে ভিসি বরাবর ওই শিক্ষকের বিচার দাবি করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এ নিয়ে এক ছাত্র বলেন, তিনি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদের একজন সদস্য হয়েও সরকার, সরকারের বিভিন্ন মন্ত্রী ও ছাত্রলীগকে নিয়ে যেভাবে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তা অত্যন্ত ধৃষ্টতাপূর্ণ। আমরা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাবেক-বর্তমান নেতা-কর্মীরা উপাচার্য মহোদয়কে প্রমাণসহ অভিযোগ দিয়েছি। আশা করি তিনি দ্রুত তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিবেন। যদি এটা তিনি এড়িয়ে যান, তাহলে আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবো।
উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, লিখিত অভিযোগটি আমি দেখেছি, আমার গোচরে আছে। আমি বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেব।
এ বিষয়ে শিক্ষক জসিম উদ্দিন সাংবাদিকদের বলেন , বঙ্গবন্ধুর আদর্শে আঘাত করলে কাউকে আমি ছাড় দেই না।
আরও বলেন, আমি কখনোই কোন বিতর্কিত মন্তব্য করিনি, এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।