সাংবাদিকের প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, ‘ক্রিকেটকে নদীর মধ্যে নিয়ে যাচ্ছেন কেন?’ 

জাতীয় টুডেঃ-       “প্রধানমন্ত্রী হিসেবে নয় বাঙালি ছেলে সৌরভ গাঙ্গুলীর আমন্ত্রণে কলকাতা যাব”  জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৯ অক্টোবর মঙ্গলবার বিকাল ৪টায় গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট দলের ভারত সফরে বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলীর আমন্ত্রণ বিষয়ে প্রধানমন্ত্রী এ কথা জানান। ভারত সফরে কলকাতায় টেস্ট খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। এই টেস্ট দেখার জন্য সৌরভ গাঙ্গুলী আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

কলকাতা টেস্ট উপলক্ষে তিস্তা চুক্তি নিয়ে কোনো ‘ক্রিকেট কূটনীতি’ থাকবে কি না, এমন এক প্রশ্নের জবাবে কিছুটা রসিকতা করে প্রধানমন্ত্রী বলেন, ‘ক্রিকেটকে নদীর মধ্যে নিয়ে যাচ্ছেন কেন?’ শেখ হাসিনা আরো বলেন, ‘এটি প্রধানমন্ত্রী হিসেবে দাওয়াত নয়। বাঙালি ছেলে সৌরভের দাওয়াত। সৌরভের দাওয়াত বলেই আমি সেখানে যাব। উদ্বোধনী অনুষ্ঠানে থাকব। বিকালে চলে আসব।’

বিসিসিআইয়ের প্রধান সৌরভের ফোন পাওয়ার বিষয়ে তিনি জানান, ‘সৌরভ বাঙালি ছেলে। সে একসময় ক্রিকেটে খুব নাম করেছিল। এই প্রথম একজন বাঙালি হিসেবে বিসিসিআইয়ের প্রধান হয়েছে। এরপর সে আমাকে ফোন করেছিল। আমাকে দাওয়াত দিল। বলল, আমি যেন ওখানে যাই এবং খেলার শুরুতে অন্তত থাকি। আমি রাজি হয়ে গেলাম।’

Scroll to Top