সাংবাদিক ও কবি মাশুক চৌধুরী মারা গেছেন

ডেস্ক রিপোর্ট: প্রবীণ সাংবাদিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রধান বার্তা সম্পাদক ও কবি মাশুক চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি…..রাজিউন)।

মঙ্গলবার রাত ১.৩০ টার দিকে রাজধানীর মগবাজারের রাশমনো হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে প্রবীণ সাংবাদিক ও কবির বয়স হয়েছিল ৭৩ বছর।

পরিবার সূত্রে, করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ শনাক্ত হলেও তিনি ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মাশুক চৌধুরী স্ত্রী, এক কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় প্রেসক্লাব এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বিএফইউজের দুই অংশের নেতারা।

কবি ও সাংবাদিক মাশুক চৌধুরীর জন্ম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ থেকে শিক্ষাজীবন শেষ করেন।

এরপর ১৯৭২ সালে দৈনিক গণকণ্ঠ দিয়ে সাংবাদিকতা শুরু করেন মাশুক চৌধুরী। তিনি দৈনিক দেশ, দৈনিক খবরসহ বিভিন্ন পত্রিকায় গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।

৭০ এর দশকের খ্যাতিমান কবি মাশুক চৌধুরীর প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে ‘মুক্তিযুদ্ধ প্রিয়তমা আমার’, ‘নির্বাচিত কবিতা’, ‘স্বর্গের রেপ্লিকা, ‘অত্যাগসহন’, ‘নদীর নাম দুঃসময়’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *