সাংবাদিক নান্নু আর নেই

সারাদেশ টুডেঃ  দৈনিক যুগান্তরের সিনিয়র ক্রাইম রিপোর্টার মোয়াজ্জেম হোসেন নান্নু মারা গেছেন। আজ শনিবার (১৩ জুন) সকাল ৮টা ২০ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

সাংবাদিক নান্নু ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অগ্নিদগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইন্সটিটিউটে ভর্তি ছিলেন তিনি।

গত বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাতে রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় অগ্নিদগ্ধ হন নান্নু। পুড়ে যায় শরীরের প্রায় ৬০ শতাংশ।

ফায়ার সার্ভিসের ধারণা গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়।

উল্লেখ্য পাঁচ মাস আগে বাড়ির একই কক্ষে অগ্নিদগ্ধ হয়ে মারা যান মোয়াজ্জেম হোসেন নান্নুর ছেলে স্বপ্নীল আহমেদ পিয়াস। সেবারও গ্যাস লিকেজ থেকেই ঘটেছিল অগ্নিকাণ্ড।

Scroll to Top