খেলাধুলা টুডে:দীর্ঘ বিরতির পর মাঠে ফিরছেন আন্তর্জাতিক ক্রিকেট। প্রথম টেস্টে মুখোমুখি হবে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ । ইংল্যান্ডের মাঠ সাউদাম্পটন এ স্বাগতিকদের মোকাবিলা করবে ক্যারিবিয়ানরা।
সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরু করেছেন ইংল্যান্ড টেস্ট অধিনায়ক জো রুট। দলবদ্ধ অনুশীলন শুরু হয়নি তাই তিনি একাই ট্রেন্টব্রিজে ব্যাটিং অনুশীলন করেন। এসময় তাতে সাহায্য করেন সাবেক ইংল্যান্ড কোচ পিটার মুরস।
সিরিজে ৩ টি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে।প্রথম টেস্ট হবে ৮ জুলাই সাউদাম্পটন এ।১৬ ও ২৪ জুলাই পরের দুই টেস্ট হবে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ।