‘সাকিবের শাস্তি দু’বছর যথেষ্ট নয়’ মনে করছেন মাইকেল ভগান

খেলাধুলা টুডেঃ-           ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন তারপর তা প্রত্যাখ্যানও করেছেন সাকিব আল হাসান ।তবে  বিষয়টি আইসিসি কিংবা বিসিবির কাছে গোপন করায়  দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। তবে নিজের ভুল স্বীকার করায় তার শাস্তি এক বছর কমিয়ে দেয়া হয়েছে। ২৯ অক্টোবর মঙ্গলবার  এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানায় আইসিসি।

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভগান সাকিবের শাস্তিকে যথেষ্ট মনে করছেন না । সাকিবের নিষেধাজ্ঞার রায় দেয়ার কিছুক্ষণের মধ্যে ভগান টুইট করেন।টুইটে ভগান বলেন, ”সাকিব আল হাসানের পক্ষে এতটা সহানুভূতি নেই … এখন যা হয় না… এই যুগে খেলোয়াড়রা কী করতে পারে না এবং কী করতে পারে এবং সরাসরি কীভাবে রিপোর্ট করতে হয় সে সম্পর্কে সবসময় জানানো হয়ে থাকে… ২ বছর যথেষ্ট নয়, আরও দীর্ঘ হওয়া উচিত ছিল।”

ভারতের বিপক্ষে খেলতে পারবেন না সাকিব আল হাসান। তার পরিবর্তে টি-টোয়েন্টি দলে ফিরেছেন তাইজুল ইসলাম।আইসিসির কাছে ক্ষমা চাওয়া আর পাশাপাশি বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে সম্মত হওয়ায় সাকিবের শাস্তি এক বছর স্থগিত করা হয়েছে।

Scroll to Top