সাধারণ ছুটির বিষয়ে সিদ্ধান্ত কাল

ক্যাম্পাস টুডে ডেস্কঃ করোনা পরিস্থিতিতে চলমান সাধারণ ছুটি আরও বাড়বে নাকি অফিস খুলে দেয়া হবে- সেই বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার (১৪ মে) সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ছুটির বিষয়ে মন্ত্রীপরিষদ বিভাগ কাজ করছে। করোনা পরিস্থিতির অবনতি এবং অর্থনীতির কথা মাথায় রেখে এবারের ছুটির বিষয়ে সিদ্ধান্ত হবে।

জানা গেছে, ১৬ মে ও ঈদের ছুটির মাঝখানে কর্মদিবস মাত্র চারটি- ১৭, ১৮, ১৯, ২০ মে। এরপর ২১ মে শবে কদরের ছুটি। এরপর ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি। আবার রমজান মাস ৩০ দিন ধরে ২৪ মে (রবিবার) থেকে শুরু ঈদের ছুটি। ২৫ ও ২৬ মে’ও (সোম ও মঙ্গল) ঈদের ছুটি থাকবে।

প্রসঙ্গত, করোনা ভাইরাস বিস্তার রোধে গত ২৬ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে তা দফায় দফায় বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করা হয়।

Scroll to Top