সাভারে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত চিকিৎসক

ক্যাম্পাস টুডে ডেস্ক


সাভারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ।

সোমবার রাতে চিকিৎসক করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন  সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা ।

ডা. সায়েমুল হুদা জানান, করোনা ভাইরাস সন্দেহে তিন ডাক্তারসহ মোট দশ জনের নমুনা পাঠানো হয় আইইডিসিআর এ। পরে সোমবার রাতে ১০ জনের মধ্যে নয় জনের করোনা নেগেটিভ আসে।

জরুরি বিভাগে কর্তব্যরত এক চিকিৎসকের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। পরে আক্রান্ত চিকিৎসককে তাৎক্ষণিক রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

Scroll to Top