সারাদেশে ৭ হাজারেরও বেশি পুলিশ সদস্য করোনা আক্রান্ত

জাতীয় টুডেঃ  করোনা দূর্যোগে সবচেয়ে দায়িত্ববান ও পেশাগত পরিচয় দিয়ে আসছে বাংলাদেশ পুলিশ। কখনো বা জীবনের ঝুঁকি নিয়ে ডিউটি কখনো বা করোনায় মৃত ব্যাক্তির সত্কার কাজে মানবিকতার পরিচয় দিচ্ছে বাংলাদেশ পুলিশ। আর এই পেশাগত জীবনের ঝুঁকির মধ্যে সবচেয়ে তারায় বেশি ভাইরাসে সংক্রামিত। সারাদেশে মঙ্গলবার পর্যন্ত মোট ৭ হাজার ২১ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পুলিশ সদর দপ্তরের সূত্র মতে, মোট আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে ২ হাজার ৯১৩ জন মঙ্গলবার সকাল পর্যন্ত সম্পূর্ণ সুস্থ হয়েছেন।

আরও জানায়, মোট আক্রান্তদের মধ্যে ১ হাজার ৮৫০ জন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্য।

ইতোমধ্যে মোট সংক্রমিত পুলিশ সদস্যদের মধ্যে ২ হাজার ৯১৩ জনকে আইসোলেশনে রাখা হয়েছে এবং ৮ হাজার ৯০ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

উল্লেখ্য স্বাস্থ্য অধিদপ্তর মঙ্গলবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৪৬৬৪ নমুনা পরীক্ষায় শনাক্ত ৩১৭১ জন এবং করোনায় আরো ৪৫ জনের মৃত্যু। এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭১ হাজার ৬৭৫ জন। এছাড়া মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৯৭৫ জনে।

Scroll to Top