ওয়াসিফ রিয়াদ,পীরগাছা
নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে ধর্ষণসহ দেশব্যাপী নারীদের প্রতি বর্বরোচিত নিপিড়ন, নির্যাতনের প্রতিবাদ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রংপুর জেলার পীরগাছা উপজেলায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বেলা ১১টায় ‘পীরগাছা জেএন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী’র ব্যানারে উপজেলার শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এসময় তারা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে মানববন্ধনে মিলিত হয়।
তিন ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে ছাত্রদের দ্বারা পরিচালিত ‘স্বপ্ননীড়’ এবং ‘পিপলস ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ নামক দুটি সংগঠন একাত্মতা ঘোষণা করে।
মানববন্ধনে বক্তব্য দেন, কাশিয়াবাড়ি হাইস্কুলের শিক্ষক পল্লব চন্দ্র বর্মণ, স্বপ্ননীড়ের সাধারণ সম্পাদক রাকিবুল আরাফাত রোজ, শিক্ষার্থী সৈয়দ তানজিদ হাসান তিমন, ওমর ফারুক, রিয়াদ, সোহেল রানা, বাঁধন কুমার, পৌলব শাহরিয়ার প্রাণ, গালিবুর রহমান রতু, সাব্বির কবির, কামরুন্নাহার স্মৃতি, জান্নাতুল নাহিন রেখা প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘দেশে ধর্ষণ ও হত্যা ঘটনা মহামারি আকার ধারণ করেছে। এ থেকে উত্তরণের জন্য ধর্ষকদের প্রশ্রয়দাতাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। দেশে আইন করে ধর্ষণ ও হত্যাকারীদের আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শান্তির ব্যবস্থা করতে হবে। যাতে আর কোন বোন ধর্ষণের শিকার না হয়।’
তারা দেশব্যাপী শুরু হওয়া ধর্ষণ নিপীড়ন ও দুর্নীতির বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে পুলিশি হামলার নিন্দা জানান এবং এর সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন। ঘটনার পুনরাবৃত্তি হলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয় তারা।