সিএমএইচ হাসপাতালে জায়গা হয়নি মাশরাফির

ডেস্ক রিপোর্ট:  করোনায় আক্রান্ত জাতীয় দলের ক্রিকেটার মাশরাফী বিন মুর্তজার হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি। বুকে ব্যাথা অনুভব হওয়ায় ভর্তি জন্য রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) নেয়ার কথা থাকলেও, সেখানে সিট খালি না থাকায় হাসপাতালে নেয়া সম্ভব হয়নি। এমনটাই জানিয়েছে অধিনায়কের ঘনিষ্ঠ এক বন্ধু।

সাবেক অধিনায়কেরএজমার সমস্যা পুরানো। যে কারণে বুকে ব্যথা বেড়েছে। তাই চিকিৎসক পরামর্শ দিয়েছেন টেস্ট করাতে। এই খবর পাওয়া পর্যন্ত মাশরাফীকে রাজধানীর হাসপাতালে ভর্তি প্রক্রিয়া চলছে।

এর আগে মাশরাফি নিজেই সামাজিকে যোগাযোগমাধ্যমে তার করোনা শনাক্ত হওয়ার তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য , গত ১৫ জুন নমুনা পরীক্ষার ফলাফলে তার শাশুড়ি হোসনেয়ারা সিরাজের শরীরে করোনা শনাক্ত হয়।

Scroll to Top