সিলিং ফ্যানে ঝুলছিল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ

ক্যাম্পাস টুডে ডেস্ক: আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ’র (এআইইউবি) প্রথম সেমিস্টারের পূজা পাল নামে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৪ জুন) সন্ধ্যায় ময়মনসিংহের মুক্তাগাছার মন্ডার দোকান সংলগ্ন বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত পূজা পাল মুক্তাগাছার মিষ্টি ব্যবসায়ী রবীন্দ্রনাথ পালের মেয়ে।

এলাকাবাসী জানায়, চার তলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে হঠাৎ সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পূজা পালকে দেখতে পায় পরিবারের লোকজন। পরে তারা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে মুক্তাগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তার মৃত্যুর কারণ জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।