চবি প্রতিনিধি: ‘সুইসাইড নোট’ লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্র। আত্মহত্যা করা ওই ছাত্রের নাম নাইমুল হাসান। তিনি চবি রসায়ন বিভাগের ১৮-১৯ সেশনের সম্মান ২য় বর্ষের শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করেছেন নাইমুলের নিকটবন্ধু আরমানুল ইসলাম (আরমান)। নাইমুলের বাড়ি খাগড়াছড়ির জেলার রামগড়ে।
শনিবার (৬মার্চ) রাত তিনটার দিকে নিজ বাড়িতে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে নাইমুল। আত্মহত্যার আগে তিনি একটি চিরকুট (সুইসাইড নোট) লিখে যান। ধারণা করা হচ্ছে মানসিক চাপের জন্য তিনি আত্মহত্যা করেছেন।
চিরকুটে তিনি লিখেন, “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।বেচে থাকার ইচ্ছা নেই তাই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। ডারোইন বলেছিলেন, ‘Survival for fittest, i am not fit.’ আমার জন্য কেউ কষ্ট পেয়ে থাকেন, মাফ করে দিবেন।
তিনি আরও লিখেন, “আম্মা আমকে মাফ করে দিয়েন। লিমনের খেয়াল রাখিয়েন। আব্বা আমাকে সফল করার জন্য সফল করার জন্য অনেক কিছু সহ্য করেছেন।আমি পারিনি তাই ক্ষমাপ্রার্থী।’’
ঘটনাস্থলে থাকা নাইমুলের বন্ধু আরমান জানান, “মানসিক প্রেশারের জন্য সে আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে।পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ নিয়ে যাচ্ছে।’’