করোনা টুডেঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক করোনাভাইরাস কোভিড-১৯ সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
গত সোমবার (২২ জুন) দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচ থেকে সুস্থ হয়ে বাসায় ফেরেন তিনি।
মন্ত্রীর পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে, মন্ত্রীর স্ত্রী লায়লা আরজুমান্দ বানু এখনো অসুস্থ। তাকে হাসপাতালে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে। এরইমধ্যে তাকে প্লাজমা থেরাপিও দেয়া হয়েছে।
উল্লেখ্য গত ১২ই জুন করোনা শনাক্তের পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও তার স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হয়। পরে ১৩ই জুন রাতে তাদেরকে সিএমএইচে ভর্তি করা হয়