সেশনজট কমাতে বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের পরীক্ষা নেয়ার উদ্যোগ

ক্যাম্পাস টুডে ডেস্ক, সেশনজট কমাতে আসন্ন ঈদুল ফিতরের পর এক বছরেরও বেশি সময় ধরে আটকে থাকা চূড়ান্ত বর্ষের পরীক্ষাগুলো অনলাইনে নিতে চায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো৷

উক্ত বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী ৪ মে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বৈঠক হওয়ার কথা রয়েছে৷

এবিষয়ে জানতে চাইলে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, “করোনা মহামারিতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস চললেও কোনো পরীক্ষা হয়নি। তাই আটকে থাকা পরীক্ষাগুলোর ব্যাপারে পরের সপ্তাহে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। আসলে আমরা আর অপেক্ষা করতে চাই না। আমরা চাই, আমাদের শিক্ষার্থীদের একাডেমিক জীবন শেষ হোক।”

ইউজিসির সদস্য অধ্যাপক মোঃ আলমগীর আমাদের জানান, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সাথে বৈঠকের পর সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার বিষয়ে নির্দেশনা চূড়ান্ত করা হবে৷’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ

Leave a Comment