স্কুলের সামনে থেকে ইয়াবাসহ শিক্ষক আটক, আদালতে প্রেরণ

সারাদেশ টুডে


আজাদ সরদার ওরফে আজিম (২৫) নামের এক স্কুলশিক্ষককে ইয়াবাসহ গ্রপ্তার করেছে পুলিশ। তিনি গোয়ালন্দ মুনস্টার কলেজিয়েট স্কুলের সহকারী শিক্ষক।

আজ মঙ্গলবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মাখন রায়েরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাখন রায়েরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে আজাদ সরদারকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে মুনস্টার কলেজিয়েট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আ. হামিদ জানান, আজিম প্রায় দুই বছর যাবৎ তার শিক্ষাপ্রতিষ্ঠানে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মাদকসহ তার গ্রেপ্তার হওয়ার বিষয়টি জেনে কর্তৃপক্ষ জরুরি সভা করে তাকে শিক্ষকের পদ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান। তিনি জানান, গ্রেপ্তারকৃত ওই শিক্ষকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

Scroll to Top