স্বপ্ন পূরনে বিশ্ববিদ্যালয়ে নবীনদের পথচলা

আজাহার ইসলাম, ইবি


স্কুল, কলেজে বাঁধাধরা পড়াশোনার গন্ডি পেরিয়ে পরিবার থেকে দূরে জ্ঞানের সাগরে অবগাহন করার প্রথম ধাপ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ে প্রথম দিন পা দিয়েই মনের মধ্যে জেগে ওঠে অজানা হাজারো আকাশছোঁয়া স্বপ্ন, হাজারো অনুভূতি।

তাইতো নিজেদের লালিত স্বপ্ন বাস্তবে রূপ দিতে দুর-দূরান্ত থেকে ছুটে এসেছে হাজারো শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম ক্লাস করতে একদল প্রাণোচ্ছল নবীনের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রতিটি প্রাঙ্গণ। নবীনদের আগমনে আনন্দের ঢেউ যেন দোলা দিচ্ছে ১৭৫ একরের ক্যাম্পাসের প্রতিটি বৃক্ষের শাখায় শাখায়।

গত ১৮ জানুয়ারি নবীনদের ক্লাস হওয়ার কথা ছিল। বিভিন্ন বিভাগের ভর্তি সম্পন্ন হতে দেরি হওয়ায় আজ রোববার (২৬ জানুয়ারি) অনুষ্ঠিত হয়ে গেলো ৩৪ তম (২০১৯-২০ শিক্ষাবর্ষ) ব্যাচের শিক্ষার্থীদের প্রথম ক্লাস।

এদিকে প্রথম দিনের ক্লাসেই উৎসবের আমেজে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা আলাদাভাবে বরণ করে নিয়েছে নিজ নিজ বিভাগের শিক্ষার্থীদের। এসময় শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের পরিচিতিমূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং বিশ্ববিদ্যালয়ের সব নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে নবীনদের প্রতি নির্দেশনা দেন।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো আনন্দ মিছিলে ও ফুল দিয়ে বরণ করে নিয়েছে নবীন শিক্ষার্থীদের।

প্রথম ক্লাস শেষে নবীনরা মেতে উঠেছে হৈ-হুল্লোরে। আড্ডা দিচ্ছে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে। বিশেষ করে ক্যাম্পাসের আড্ডার প্রাণকেন্দ্র ডায়না চত্ত্বর নবীনদের পদচারনায় সেজেছে নতুন সাজে। এছাড়াও মৃত্যুঞ্জয়ী মুজিব মুর‍্যাল, শহীদ মিনার, স্মৃতিসৌধে, মুক্তবাংলা, টিএসসিসি, বটতলা মফিজ লেকসহ ক্যাম্পাসের প্রতিটি চত্ত্বর মুখরিত হয়ে উঠেছে।

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে সুদূর রংপুর থেকে আগত কামরুজ্জামান শুভ নামে নবীন এক শিক্ষার্থী জানান,‘আকাশছোঁয়া স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। পড়াশোনা শেষ করে বাবা-মায়ের স্বপ্ন পুরন করতে চাই।’

আইন বিভাগে ভর্তি হওয়া মাছুরা খাতুন নামের নবীন এক শিক্ষার্থী বলেন, ‘ইচ্ছা ছিল বিশ্ববিদ্যালয়ে পড়ার। সেই আশা আনুষ্ঠানিকভাবে পূরণ হলো আজ। বিভাগের শিক্ষক ও বড় ভাই-বোনদের ভালোবাসায় সিক্ত হলাম। অনেক ভালো লাগছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *