স্বল্পমূল্যে ডাটা পাচ্ছে ঢাবি শিক্ষার্থীরা, ব্যবহার করা যাবে না সোশ্যাল মিডিয়া

অনলাইন ক্লাসের জন্য স্মার্টফোন পেলেন ঢাবি শিক্ষার্থীরা

ঢাবি টুডে


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের করোনাকালে চলছে অনলাইনে ক্লাস। এদিকে এই কার্যক্রমে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে স্বল্পমূল্যে ইন্টারনেট ডাটা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ।

অললাইন শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের স্বল্পমূল্যে ইন্টারনেট ডাটা ক্রয়ে অনুষদের বিভিন্ন বিভাগের আগ্রহী শিক্ষার্থীদের তালিকা চেয়েছে কলা অনুষদ। কলা অনুষদের প্রতিটি বিভাগে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ ঢাবি শিক্ষার্থী রাসেলকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক

জানা যায়, গত ৮ অক্টোবর কলা অনুষদভুক্ত বিভাগের চেয়ারম্যানবৃন্দের এক সভায় গ্রামীণফোন ও কলা অনুষদের মধ্যে এক চুক্তির বিষয়ে আলোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে প্রত্যেক বিভাগে গ্রামীণফোনের ব্যবস্থাপনায় ইন্টারনেট ডাটা প্যাক ক্রয়ে আগ্রহী শিক্ষার্থীদের তালিকা আগামী ১৪ অক্টোবরের মধ্যে ডিন অফিসে পাঠাতে বলা হয়েছে।

জানা গেছে, গ্রামীণফোন তালিকাভুক্ত শিক্ষার্থীদের ৩০ জিবি ডাটা দেবে। যার মূল্য নির্ধারণ করেছে ২২৫ টাকা। এই ডাটা দিয়ে ফেসবুক-টুইটারের মতো কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম, নেটফ্লিক্স, এডাল্ট সাইট ইত্যাদি ব্যবহার করা যাবে না।

অনুষদটির ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন বলেন, গ্রামীণফোনের সাথে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। বিষয়টি মোটামুটি ফাইনাল স্টেজে আছে। শিক্ষার্থীরা চাইলে হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ

Leave a Comment