শাফিউল কায়েস, বশেমুরবিপ্রবিঃ স্বাস্থ্যবিধি মেনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক একিউএম মাহবুব ও রসায়ন বিভাগের শিক্ষক মোঃ যাদু মিয়া মুয়াজ।
আজ রবিবার (২৪ জানুয়ারি) থেকে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের ১ম সেমিস্টারের ল্যাব ক্লাস ও পরীক্ষা শুরু হয়।
রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ আসাদুজ্জামান বলেন, আজ রবিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে আমাদের চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারের ল্যাব ক্লাস ও পরীক্ষা শুরু হয়েছে। করোনার কারণে অনেকটা পিছিয়ে রয়েছি আমরা । বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্ত আমাদের শিক্ষাকার্যক্রম একধাপ এগিয়ে নিবে।
খুবির ঘটনা প্রশাসনের স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ:মানববন্ধনে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীরা
বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রভাষক মোঃ যাদু মিয়া মুয়াজ বলেন, ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীদের শিক্ষাজীবন হুমকির মুখে পরেছে। এজন্য ছাত্র-ছাত্রীরা ক্লাস পরীক্ষা চালু করার জন্য আবেদন করে, এর প্রেক্ষিতে আমরা ভিসি মহোদয়ের অনুমতি নিয়ে স্বাস্থ্যবিধি মেনে ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাসের ব্যবস্থা করি। আমরা স্বাস্থ্যবিধিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি, ছাত্র ছাত্রীদের মুখে যেন মাস্ক থাকে এবং তারা যেন পরস্পর থেকে দূরত্ব বজায় রাখে – এব্যাপারে আমরা খুব খেয়াল রাখছি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক একিউএম মাহবুব বলেন, ল্যাব ক্লাস ও পরীক্ষার ব্যাপারে রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুর রহিম খান আমাকে অবগত করেন। ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষাজীবন হুমকির মুখে পরেছে, তারা যদি স্বাস্থ্যবিধি মেনে ল্যাব ক্লাস ও পরীক্ষা নিতে পারে তাহলে শিক্ষার্থীদের উপকার হবে। ফলে তাদের ল্যাব ক্লাস ও পরীক্ষা নেওয়ার অনুমতি দেওয়া হয়। তবে বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ থাকবে।