সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

যবিপ্রবি প্রতিনিধিঃ সড়ক দুর্ঘটনায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী রুবেল হোসাইন গতাকাল রাত ৯ ঘটিকার সময় নিহত হয়েছেন।

জানা যায় ২১ই মার্চ রাত ৮.৪৫ এর দিকে সাভারের জিরানি বাজার কলেজ রোড এলাকায় একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। সেখানে গুরুতর আহত হন রুবেল।

সেখান থেকে মুমূর্ষু অবস্থায় রুবেলকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

তার মৃত্যুতে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তার আত্মার মাগফেরাত কামনা করেন। এদিকে মেধাবী এই শিক্ষার্থীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Scroll to Top