সড়ক দুর্ঘটনায় শাবিপ্রবি ছাত্রের মৃত্যু

ক্যাম্পাস টুডে ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র সিলেট নগরের সুবিদবাজার এলাকায় ট্রাকের চাপায় নিহত হয়েছেন।

নিহত ছাত্রের নাম মো. সাব্বির। তিনি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রথম বর্ষের ছাত্র। তাঁর বাড়ি নড়াইলে। বুধবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সিলেট-সুনামগঞ্জ সড়কের সুবিদবাজার এলাকার একটি মসজিদ থেকে নামাজ শেষে মোটরসাইকেলে করে আখালিয়া এলাকার নিজ মেসে ফিরছিলেন সাব্বির। এ সময় পাথরবোঝাই একটি ট্রাক পেছন দিক দিয়ে তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

Scroll to Top