হাজী মোহাম্মদ দানেশের কন্যার মৃত্যুতে হাবিপ্রবি উপাচার্যের শোক

তানভির আহমেদ, হাবিপ্রবি প্রতিনিধিঃ তেভাগা আন্দোলনের পথিকৃৎ হাজী মোহাম্মদ দানেশের কন্যা, সাবেক সাংসদ সুলতানা রেজওয়ানা চৌধুরী আর নেই ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টায় দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

তিনি ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সাংসদ ও মন্ত্রী মরহুম রেজওয়ানুল হক ইদু চৌধুরীর সহধর্মিনী। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় এবং দুপুর ২.০০টায় ঠাকুরগাঁও বড়মাঠে মরহুমার নামাজে জানাযা শেষে সদর উপজেলার বালিয়ায় পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

তার মৃত্যুতে হাবিপ্রবির মাননীয় উপাচার্য প্রফেসর.ড.মু.আবুল কাসেম গভীর শোক প্রকাশ করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, তার পিতা হাজী মোহাম্মদ দানেশের নামানুসারে দিনাজপুরের সর্বোচ্চ বিদ্যাপীঠ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *