হাবিপ্রবি: খাদ্য নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে গবেষণা মাঠে ধানের চারা রোপণ

তানভির আহমেদ, হাবিপ্রবি প্রতিনিধিঃ খাদ্য নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) গবেষণা মাঠে ধানের চারা রোপণ করা হয়েছে। আজ বুধবার (২০ মে) এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড.শ্রীপতি সিকদার।

হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের গবেষণা মাঠে প্রায় ১০ একর জমিতে আউশ ধান রোপণ করা হয়েছে ও বিনা ৭ ধানের চারা রোপণ প্রক্রিয়াধীন রয়েছে।

এ সময় মোবাইল ফোনের মাধ্যমে উপাচার্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করে বলেন, ‘করোনা পরবর্তী খাদ্য ঘাটতি মোকাবেলায় কোন জমি যেন পতিত না রাখা হয় এবং প্রতি ইঞ্চি জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশবাসীকে আহ্বান জানিয়েছেন । এই আহবানে সাড়া দিয়ে খামার বিভাগ বিশ্ববিদ্যালয়ের মাস্টাররোল শ্রমিকদের সাহায্যে গবেষণার মাঠের জমি ব্যবহারের যে কার্যক্রম হাতে নিয়েছে এতে আমি অত্যন্ত আনন্দিত । ধান রোপণের মাধ্যমে হাবিপ্রবি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কিছুটা হলেও অবদান রাখতে পারবে বলে আমি বিশ্বাস করি’।

এসময় তিনি দেশের এই দুর্যোগকালীন সময়ে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি আরো বলেন, ‘দেশের ক্রান্তিলগ্নে সরকার ঘোষিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে হাবিপ্রবি সর্বদা সরকারের পাশে থাকবে’।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-প্রধান খামার তত্ত্বাবধায়ক ড. এস. এইচ. এম গোলাম সারওয়ার, খামার তত্ত্বাবধায়ক কৃষিবিদ আহসানুল কবির, উপ-সহকারী খামার তত্ত্বাবধায়ক আতিয়ার হোসেন। এই ১০ একর জমি থেকে প্রায় ৫০০-৬০০ মণ ধান পাওয়া যাবে বলে এ সময় জানানো হয়।

উল্লেখ্য, আমিষের চাহিদা পূরণে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম এর নির্দেশনায় ইতোমধ্যে পৌলট্রি খামারে সহস্রাধিক সোনালী জাতের মুরগির বাচ্চা লালন পালন করা হচ্ছে।

Scroll to Top