হার্শেল গিবসের সেই ঐতিহাসিক ব্যাট এবার নিলামে

হার্শেল গিবসের সেই ঐতিহাসিক ব্যাট এবার নিলামে

টিসিটি টুডে :বিশ্বজুড়ে জাঁকিয়ে বসেছে মারণঘাতী করোনাভাইরাস ভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিশ্বজুড়ে মৃত্যুমিছিল। সংক্রমণ ঠেকাতে লকডাউন চলছে বিশ্বের বেশিরভাগ দেশেই। আর এই লকডাউনে গরিব মানুষের পাশে ত্রাণের জন্য এগিয়ে আসছেন সেলেব্রেটিরা। এবার এগিয়ে এলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ওপেনার হার্শেল গিবস।

করোনা মোকাবিলায় বিদ্ধংসি ঐতিহাসিক ম্যাচের সেই ব্যাট নিলামে তুললেন গিবস। ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রেকর্ড ৪৩৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ম্যাচ জিতেছিল দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচে ১১১ বলে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন গিবস।২১ টা চার আর ৭টা ছক্কা দিয়ে সাজানো ছিল গিবসের সেদিনের ১৭৫ রানের ইনিংস। ১৪ বছর ধরে সেই ব্যাট সযত্নে রেখে দিয়েছিলেন হার্শল গিবস।

 

গিবসের প্রিয় সেই ব্যাট এবার নিলামে তুললেন তিনি। এই নিলাম থেকে প্রাপ্ত অর্থ করোনা ক্ষতিগ্রস্থদের সাহায্যার্থে গঠিত ত্রাণ তহবিলে দান করা হবে।

 

টুইটে বিষয়টি নিশ্চিত করে বলেন  , “#৪৩৮ সেদিন যে ব্যাট দিয়ে ব্যাটিং করেছিলাম সেই ব্যাট করোনার জন্য নিলামে তুলছি। এতদিন ধরে এটা আমি নিজের কাছেই রেখে দিয়েছিলাম। ”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *