চবি প্রতিনিধিঃ চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছেন চবি শিক্ষার্থী এস এম আবরার লাবিব।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইনেন্স বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়,আবরারের বাবা কোভিডে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন আছে।গতকাল (৫জানুআরি) সন্ধ্যায় আবরার তাঁর বাবাকে দেখে হাসপাতাল থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি। তিনি মুঠোফোনও সাথে নেয়নি।
বুধবার (৬ জানুয়ারি) নগরের ডবলমুরিং থানায় এ ব্যাপারে সাধারণ ডায়েরি (জিডি) করেছে আবরারের পরিবার।
এ ব্যাপারে ডবলমুরিং থানার তদন্ত কর্মকর্তা এমএম মানিক বলেন, নিখোঁজ চবি ছাত্র আবরার লাবিবের পরিবার বুধবার (৬ জানুয়ারি) সকালে থানায় জিডি করেছে। আমরা বিভিন্ন জায়গায় খোঁজ নিচ্ছি। দ্রুত লাবিবকে খুঁজে বের করা হবে।