হেনস্তা – ধর্ষণের শিকার হলে যেন ছাত্রলীগকে জানায় : জয়

ডেস্ক রিপোর্ট


ধর্ষকরা সমাজের সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী। তাদের কোনো দল নেই। ধর্ষক যে কেউই হোক না কেন; তাকে বিচারের আওতায় আনতে হবে। মা বোনদের অনুরোধ- তারা যদি কোথাও কোনো হেনস্তার শিকার হয়, ধর্ষণের শিকার হয়; তাহলে যেন ছাত্রলীগের নেতাকর্মীদের জানায় বলে অনুরোধ করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ধর্ষণবিরোধী কর্মসূচি পালনকালে এসব কথা জানান তিনি।

এসময় জয় আরও বলেন, বাংলাদেশে আমাদের প্রত্যেকটি ইউনিয়নেও কমিটি রয়েছে। আমরা আমাদের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছি যেখানে ধর্ষক, ইভটিজার দেখবে সেখানে তাদেরকে ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে।

ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিটি ঘটনার বিচার নিশ্চিত করে ছাড়বে। আমরা ইতোমধ্যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ও দ্রুত বিচার সম্পন্নের দাবিতে আইনি নোটিশ দিয়েছি।এতে করে ধর্ষকরা ধর্ষণ করতে ভয় পাবে। আমরা ধর্ষককে সামাজিকভাবে বয়কট করার দাবি জানিয়েছি।

মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Scroll to Top