বশেমুরবিপ্রবি টুডেঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ফল প্রকাশের দাবিতে আন্দোলন করেছে বাংলা বিভাগের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১১ টা থেকে ফল প্রকাশের দাবিতে নিজ বিভাগের সামনে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রায় ১০ মাস পেরিয়ে গেলেও এখনো তাদের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের রেজাল্ট প্রকাশ করা হয়নি। এসময় তারা বাংলা বিভাগের শিক্ষক জয়নাব বিনতে হোসেনের বিরুদ্ধে ভাইভার মার্কশিট হারিয়ে ফেলার অভিযোগ করে।
আরও পড়ুনঃ আগামীকাল বশেমুরবিপ্রবিতে ভর্তি পরীক্ষা শুরু
আন্দোলনরত এক শিক্ষার্থী জানান, “দীর্ঘদিন ধরেই বাংলা বিভাগে রেজাল্ট সংক্রান্ত জটিলতা বিরাজ করছে। প্রায় ১০ মাস পেরিয়ে গেলেও আমাদের দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের রেজাল্ট দেয়া হয়নি। সম্প্রতি আমরা জানতে পারি শিক্ষক জয়নাব বিনতে হোসেন আমাদের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ভাইভার মার্কসিট হারিয়ে ফেলেছেন এবং একারণে ফলাফল দেয়া সম্ভব হচ্ছে না। আমরা দ্রুত ফলাফল চাই এবং এমন বিশৃঙ্খলার অবসান চাই।”
আরও পড়ুনঃ বশেমুরবিপ্রবি: ‘ইটিই’ বিভাগকে ‘ইইই’তে রুপান্তরের দাবিতে মানববন্ধন
এদিকে জয়নাব বিনতে হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি মার্কসিট হারানোর অভিযোগটি অস্বীকার করেন এবং জানান তিনি মার্কসিট তৎকালীন পরীক্ষা কমিটির প্রধান আশিকুজ্জামান ভুঁইয়ার নিকট জমা দিয়েছেন। তবে জয়নাব বিনতে হোসেনের এ বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেছেন আশিকুজ্জামান ভুঁইয়া। আশিকুজ্জামান জানিয়েছেন জয়নাব বিনতে হোসেন তার নিকট কোনো মার্কসিট জমা দেননি।
আপনার প্রতিষ্ঠান/সংগঠনের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭৪৪৫২৭৯৯৯
আপনার প্রতিষ্ঠান/সংগঠনের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭৪৪৫২৭৯৯৯
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠান/সংগঠনের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭৪৪৫২৭৯৯৯
আপনার প্রতিষ্ঠান/সংগঠনের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭৪৪৫২৭৯৯৯০