১২০ পরিবারে ইফতার সামগ্রী দিলেন গণ বিশ্ববিদ্যালয় ছাত্রী

১২০ পরিবারে ইফতার সামগ্রী দিলেন গণ বিশ্ববিদ্যালয় ছাত্রী

সুপর্ণা রহমান,গবি প্রতিনিধি


মাহে রমজান ও লকডাউনের প্রথম দিন আজ। বিপাকে পড়েছে সমাজের অসহায় মানুষেরা। তাদের পাশে দাঁড়িয়েছে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ছাত্রী সাবিনা খাতুন।

এ নিয়ে তিনি বলেন, করোনা কালে মানুষ মানুষের পাশে থাকুক৷ মানুষের পাশে দাঁড়াতে ভাল লাগে। প্রিয় কয়েকজনকে এই কাজে সাথে পেয়েছি।

বুধবার (১৪ই এপ্রিল) সাতক্ষীরায় ৩য় বারের মতো ইফতার ও নস্য খাবার বিতরণ করেন সাবিনা। ১২০ পরিবারের মধ্যে ছোলা, মুড়ি, চিড়া, চিনি, খেজুর প্রদান করা হয়েছে।

অসহায় মানুষের জন্য এবার সাবিনার ক্ষুদ্র উপহার

এর আগেও তিনি স্বল্প আয়ের মানুষদের পাশে এগিয়ে এসেছে ৷ করোনা মহামারিতে প্রায় দুই শতাধিক মানুষকে বিভিন্ন উপহার সামগ্রী দেন।

উল্লেখ্য, তিনি গণ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষে পড়ছেন। একই সাথে বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ

Leave a Comment