১২ শর্ত মেনে নেয়নি প্রশাসন, শিক্ষার্থীদের অনলাইন ক্লাস বর্জন

ক্যাম্পাস টুডে ডেস্ক:  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) গত ৩১ মার্চ হতে শুরু হওয়া অনলাইন ক্লাসে অংশ নিতে প্রশাসনের নিকট ১২ দফা দাবি জানিয়েছিল শিক্ষার্থীরা। কিন্তু এসব দাবি নির্দিষ্ট সময়ের মেনে না নেওয়ায় অনলাইন ক্লাসে আর অংশ নিচ্ছে বলে জানিয়েছেন তারা।

গত বুধবার অনলাইন ক্লাস বর্জনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা সংকট চলাকালীন সময়ে গত ৩১ মার্চ থেকে অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রাখার ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিভিন্ন অর্থনৈতিক, সামাজিক এবং মানসিক কারণে অধিকাংশ শিক্ষার্থী তাতে অংশগ্রহণ করতে ব্যর্থ হলে শিক্ষার্থীরা সম্মিলিতভাবে অনলাইন ভিত্তিক সকল একাডেমিক কার্যক্রম বর্জন করে।

বিজ্ঞপ্তিতে আরও বলেন, গত ১৭ মে থেকে ৩১ মে পর্যন্ত অনলাইন ক্লাস কার্যক্রম বন্ধ রাখা হয়। ১ জুন থেকে পুনরায় অনলাইন ক্লাস চালু করার ঘোষণা দেয়া হলে শিক্ষার্থীরা ১২টি দাবি মেনে নেয়ার শর্তে অনলাইন ক্লাসে ফেরার সম্মতি জানায়। পাশাপাশি ৩ কার্যদিবসের মাঝে দাবিগুলো সম্পূর্ণভাবে মেনে না নিলে যাবতীয় অনলাইন কার্যক্রম বয়কটের সিদ্ধান্তে অনড় থাকার ঘোষণা দেয়।

কিন্তু শিক্ষার্থীদের নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলেও তাদের দাবি মেনে নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ফলে শিক্ষার্থীরা তাদের ১২ দফা পূরন না হওয়া সকল ধরনের অনলাইন শিক্ষা কার্যক্রম বয়কটের চূড়ান্ত ঘোষণা দেয়।

Scroll to Top