১৩০০ তে ১২৭৪ পেয়ে রাজশাহী বোর্ডে প্রথম নাফিস

ক্যাম্পাস টুডে ডেস্কঃ চলতি বছরের এসএসসি পরীক্ষায়ও পাশের হারে শীর্ষস্থানে রাজশাহী বোর্ড। এই বোর্ডে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রথম হয়েছেন নাফিস উদ্দীন ফুয়াদ। মোট ১৩০০ নম্বরের পরীক্ষায় ১২৭৪ পেয়েছে নাফিস।

জানা গেছে, নাফিস উদ্দীন ফুয়াদ ঈশ্বরদীর ইক্ষু গবেষণা কেন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সে ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী মো. মাসুমের ছেলে।

নাফিসের এমন ফলাফলে আনন্দিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাসানুজ্জামান। তিনি জানান, পরীক্ষায় মোট ১৩০০ নম্বরের মধ্যে নাফিস ১২৭৪ পেয়েছে। এটিই রাজশাহী বিভাগের মধ্যে সর্বোচ্চ । ক্যাডেটসহ অনেক নামীদামি স্কুলকে পেছনে ফেলে তার স্কুলের ছাত্র নাফিসের এ কৃতিত্বপূর্ণ রেজাল্টে আমরা গর্বিত।

উল্লেখ্য, এর আগে পিএসসি ও জেএসসি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পায় নাফিস। সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে ঈশ্বরদী উপজেলার মধ্যে প্রথম স্থান, পাবনা জেলার মধ্যে প্রথম স্থান এবং রাজশাহী বিভাগের মধ্যে দ্বিতীয় হয় নাফিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *