২৫০ পরিবারকে খাদ্যসামগ্রী পৌঁছে দিলো তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

জিটিসি টুডে


সরকারি তিতুমীর কলেজের ২০০৮-০৯ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা রাজধানী ঢাকার অসহায় ও দিনমজুর ২৫০ পরিবারের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করেছে। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ৪ কেজি চাল, ২ কেজি আলু, ৫০০ গ্রাম ডাল, ৫০০ গ্রাম তৈল, ১ প্যাকেট লবন ও ১টি সাবান।

বুধবার ২০০৮-০৯ ব্যাচের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে এই খাবার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় মহাখালী, বাড্ডা ও মিরপুর এলাকায় খুঁজে খুঁজে কর্মহীন, দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মাঝে খাবার বিতরণ করেন।

দুর্যোগকালীন সময়ে ত্রাণ বিতরণের বিষয়ে সাবেক শিক্ষার্থী মাসুদ পারভেজ জানান, দেশের এই জাতীয় বিপদের সময় আমরা নিজ উদ্যোগে চেষ্টা করেছি মানুষের পাশে দাড়ানোর। আমরা ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা চাঁদা তুলে এই কাজ পরিচালনা করেছি। আমরা আশা করবো দেশের সকল স্তরের মানুষ নিজ নিজ সার্মথ্য অনুযায়ী দরিদ্র পরিবারে পাশে দাড়াবে। সবাই মিলে কাজ করলেই বৈশিক এই দুর্যোগ কাটিয়ে উঠা সম্ভব।

Scroll to Top