২৬ হাজার ৩৬৬ প্রাথমিক বিদ্যালয়ের জন্য সুখবর

ক্যাম্পাস টুডে ডেস্ক


জাতীয়করণকৃত ২৬ হাজার ৩৬৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য সমপরিমাণ সহকারী শিক্ষকদের পদ সৃজন করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ২ জানুয়ারি তারিখের স্মারক নং ৩৮-০০০০৩৩০-০০৮-১৫.০২০, ১৬-৩৪ মোতাবেক, জাতীয়করণকৃত ২৬ হাজার ৩৬৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণির জন্য সহকারী শিক্ষকের ২৬ হাজার ৩৬৬টি পদ সৃষ্টি করা হয়েছে।

আরো বলা হয়েছে, এ আদেশ জারীর তারিখ থেকে ৩১মে ২০২০ তারিখ পর্যন্ত অস্থায়ীভাবে রাজস্বখাতে সরকারী মঞ্জুরী জ্ঞাপন করায় পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Scroll to Top