২ মিনিটে জানাজা শেষ করতে হবে: পুলিশ, এটা কোন ধরনের পুলিশ? (ভিডিও)

সারাদেশ টুডেঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের ছোটভাই ফায়াজকে মারধর করেছে পুলিশ। এসময় আবরারের ছোট ভাইসহ ৩জন আহত হন। এসময় আবরারের ছোট ভাই ফায়াজ, তার ফুপাতো ভাইয়ের স্ত্রী ও আরও একজন নারী আহত হন বলেও জানা গেছে।

বুধবার (০৯ অক্টোবর) বুয়েট উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম আবরারদের বাড়ি কুষ্টিয়ায় গেলে এলাকাবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে।

আবরারের ছোট ভাই ফায়াজ বলেন, “কুষ্টিয়ার অ্যাডিশনাল এসপি তাকে কনুই দিয়ে আঘাত করেছেন। এবং তার ভাইয়ের জানাজার সময় বলেছিলেন দুই মিনিটে যেন জানাজা শেষ করা হয়।”

ভিডিও দেখুন-

https://www.facebook.com/2259853807600542/posts/2344030422516213/?sfnsn=mo&d=n&vh=e

Scroll to Top