৪০ বছরেও যোগ্য বর না পেয়ে কষ্টে আছেন নায়িকা পপি

বিনোদন টুডে


 

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি।দর্শকের ভালবাসার হয়ে উঠেছেন চিত্রনায়িকা ‘পপি’।তার প্রথম ছবি ছিল কুলি।
ক্যারিয়ারে বহু প্রাপ্তি থাকলে এখন পর্যন্ত এই নায়িকা ব্যক্তি জীবনে একাই রয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সময় এন্টারটেইনমেন্টের একান্ত সাক্ষাৎকারে ব্যক্তি জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন এ অভিনেত্রী।

পপি বলেন, আমিও কাউকে নিয়ে জীবন শুরু করতে চাই। তবে মনের মতো মানুষ আর যোগ্য ব্যক্তি না পাওয়ার কারণে এখনো বিয়ে করা হয়ে ওঠেনি।’

Scroll to Top