৪২তম বিসিএসের মৌখিক পরীক্ষা ২৩ মে শুরু

ক্যাম্পাস টুডে ডেস্কঃ ৪২তম বিসিএস (বিশেষ) মৌখিক পরীক্ষা আগামী ২৩ মে থেকে শুরু হচ্ছে। এ নিয়ে সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সূচি অনুযায়ী, আগামী ২৩ মে থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

বুধবার (৫ মে) সরকারি কর্ম কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪২তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ছয় হাজার ২২ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়েছে। ২৩ মে থেকে ৩০ জুন পর্যন্ত এ মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।

পিএসসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৌখিক পরীক্ষার প্রার্থীদের জন্য ডাকযোগে কোনো সাক্ষাৎকার পত্র পাঠানো হবে না। সাক্ষাৎকার পত্রটি কমিশনের ওয়েবসাইটে আপলোড করা থাকবে। সেখান থেকে মৌখিক পরীক্ষার প্রার্থীরা সাক্ষাৎকার পত্রটি ডাউনলোড করতে পারবেন।

দেশে করোনা পরিস্থিতির মধ্যেই দুই হাজার চিকিৎসককে সরকারি চাকরিতে নিয়োগ দিতে গত বছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেয়া হয়। গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় (লিখিত টাইপ) ৩১ হাজার চিকিৎসক অংশ নেন। পরীক্ষার একমাস পর ২৯ মার্চ এই বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি। এতে উর্ত্তীণ হয় ৬ হাজার ২২ জন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *