৫ দিন পর ঢাবি ছাত্র এবং তার ভাইকে ছেড়ে দিচ্ছে পুলিশ

সানজিদ আরা সরকার বিথী
ঢাবি প্রতিনিধি


ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ছাত্র রেদওয়ান ফরহাদ এবং তার ভাই রাশেদ খান মেননকে কক্সবাজারের মহেশখালী গ্রামের বাড়ি থেকে ডিবি পরিচয় দিয়ে তুলে নেয়ার পাঁচদিন পর ছেড়ে দেয়া হচ্ছে এবং ফরহাদের পরিবার দুই ভাইকে আনার জন্য কক্সবাজার রওনা দিয়েছে।

সূত্রে জানা গেছে, আপাতত জঙ্গি সংশ্লিষ্টতার কোনো অভিযোগ না পাওয়ায় তাদের ছেড়ে দেয়া হচ্ছে।
আপাতত জঙ্গি সংশ্লিষ্টতার কোনো অভিযোগ পাওয়া যায়নি। দুই ভাইকে বাড়িতে আনার জন্য কক্সবাজার রওনা দিয়েছে তার পরিবার।

গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সদ্য মাস্টার্স সম্পন্ন করা শিক্ষার্থী রেদওয়ান ফরহাদ এবং তার ভাই রাশেদ খান মেননকে গ্রামের বাড়ি কক্সবাজারের মহেশখালী থেকে ডিবি পরিচয়ে তুলে নেয়া হয় বলে জানা যায়।পরিবার মামলা করতে গেলেও পুলিশ কিছু জানেনা বলে জানিয়েছিল পুলিশ।

পরে জানা গিয়েছিল জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে রেদওয়ান ও তার ভাইকে আটক করা হয়েছে। আটকের পর প্রথমে মহেশখালী থানায় নেয়া হয়। সেখান থেকে কক্সবাজার ও পরে ঢাকায় পুলিশ সদর দফতরে পাঠানো হয়। টানা দুদিন জিজ্ঞাসাবাদ শেষে গতকাল তাদেরকে কক্সবাজার জেলা পুলিশের কাছে ফেরত পাঠানো হয়।

Scroll to Top