ক্যাম্পাস টুডে ডেস্ক
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই রাজধানীতে অসহায় ও দুস্থদের পাশে জয়ধ্বনি ফাউন্ডেশনের প্রয়াস অব্যাহত রয়েছে।
রাজধানীর নিম্নআয়ের খেটে খাওয়া অসহায় কর্মহীন শ্রমজীবী নারীদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে জয়ধ্বনি ফাউন্ডেশন।
এছাড়াও খাবারের পাশাপাশি মেয়েদের স্যানেটারি ন্যাপকিন বিতরণ করা হয়। ন্যাপকিনের ব্যবহার সম্পর্কে সম্যক ধারণা আছে এমন দুই জন প্রশিক্ষিত মেয়ে সবাইকে এ সংক্রান্ত বিষয়ে সচেতন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
ব্যাবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সভাপতি শেখ ফজলে ফাহিম ও বিশিষ্ট সমাজসেবিকা ন্যান্সি জাহারা বিনতে মূসা দম্পতির বড় মেয়ে শেখ যাহরাত মানহা এবং তার ভাই ও বোনদের সংগঠন জয়ধ্বনি ফাউন্ডেশন আজ ৬০০ অসহায় পরিবারের মাঝে ১৪ দিনের শুকনো খাবার ও স্যানেটারি ন্যাপকিন বিতরণ করেছে।
এ বিষয়ে শেখ যাহরাত মানহা জানান, লকডাউনের কারনে নিম্নআয়ের খেটে খাওয়া অসহায় কর্মহীন শ্রমজিবী মানুষগুলো কষ্ট করছেন। তাদের কাছে জমানো সঞ্চয় নেই, দিনের আয়টুকুই ভরসা। তাদের কাছে সামাজিক দূরত্ব মানে পরিবার নিয়ে না খেয়ে থাকা।
খাদ্যদ্রব্য বিতরণ কার্যক্রমে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জয়ধ্বনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন সদস্য সাহার মাটিন, সৈয়দ তানজিল আহমেদ, সৈয়দা নাবৃষা আহমেদ।