৭ম শ্রেণির কৃষি শিক্ষা এসাইনমেন্ট ৬ষ্ঠ সপ্তাহ | Class 7 Agriculture Assignment 6th Week

৭ম শ্রেণির কৃষি শিক্ষা এসাইনমেন্ট ৬ষ্ঠ সপ্তাহ | Class 7 Agriculture Assignment 6th Week

ফসলের মৌসুম বলতে কি বুঝ? রবি মৌসুম ও খরিপ মৌসুমের পার্থক্য কী? মুরগির দেহের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানগুলাে কী কী? মুরগির খামারে খাদ্য ও পানি কেনাে গুরুত্বপূর্ণ?৭ম শ্রেণির কৃষি শিক্ষা এসাইনমেন্ট ৬ষ্ঠ সপ্তাহ | Class 7 Agriculture Assignment 6th Week.

রবি মৌসুম ও খরিপ মৌসুমের পার্থক্য কী?

(ক) ফসলের মৌসুম বলতে কি বুঝ?

উত্তরঃ একটি ফসল বীজ বপন থেকে শুরু করে তার শারীরিক বৃদ্ধি ও ফুল ফল উৎপাদনের জন্য যে সময় নেয় তাকে ঐ ফসলের মৌসুম বলে। অর্থাৎ কোন ফসলের বীজ বপন থেকে ফসল সংগ্রহ পর্যন্ত সময়কে সে ফসলের মৌসুম বলে। ফসল উৎপাদনের জন্য সারা বছরকে দুটি মৌসুমে ভাগ করা হয়েছে।

  1. রবি মৌসুম
  2. খরিপ মৌসুম

(খ) রবি মৌসুম ও খরিপ মৌসুমের পার্থক্য কী?

উত্তর: আশ্বিন থেকে ফাল্গুন মাস পর্যন্ত সময়কে রবি মৌসুম বলে। আবার চৈত্র থেকে ভাদ্র মাস পর্যন্ত সময়কে খরিপ মৌসুম বলে।

রবি মৌসুম ও খরিপ মৌসুমের পার্থক্য:

রবি মৌসুম

  1. তাপমাত্রা কম থাকে।
  2. বৃষ্টিপাত কম হয়।
  3. বায়ুর আর্দ্রতা কম থাকে।
  4. ঝড়ের আশঙ্কা কম থাকে।
  5. শিলা বৃষ্টির আশঙ্কা কম থাকে।
  6. বন্যার আশঙ্কা কম থাকে।
  7. রোগ ও পোকার আক্রমণ কম হয়।
  8. পানি সেচের প্রয়োজন হয়।
  9. দিনের চেয়ে রাত বড় বা সমান হয়।

খরিপ মৌসুম

  1. এ মৌসুমে তাপমাত্রা বেশি থাকে।
  2. বৃষ্টিপাত বেশি হয়।
  3. বায়ুর আর্দ্রতা বেশি থাকে।
  4. ঝড়ের আশঙ্কা বেশি থাকে।
  5. শিলা বৃষ্টির আশঙ্কা বেশি থাকে।
  6. বন্যার আশঙ্কা বেশি থাকে।
  7. রোগ ও পোকার আক্রমণ বেশি হয়।
  8. পানি সেচের প্রয়োজন হয়না।
  9. দিনের দৈর্ঘ্য ও রাতের দৈর্ঘ্য সমান বা বেশি হয়।

(গ) মুরগির দেহের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানগুলাে কী কী?

উত্তর: মুরগির দেহের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানগুলো হচ্ছে শর্করা, আমিষ, স্নেহ, খনিজ লবণ, ভিটামিন ও পানি। সুষম খাবারে মুরগির দেহের প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো উপস্থিত থাকে।

(ঘ) মুরগির খামারে খাদ্য ও পানি কেনাে গুরুত্বপূর্ণ?

উত্তর: মুরগির খামারে খাদ্য ও পানি গুরুত্বপূর্ণ। কারণ –

মুরগির খাদ্য ব্যবস্থাপনাই হচ্ছে অন্যতম প্রধান বিষয়। বসতবাড়িতে মুক্ত বা ছাড়া পদ্ধতিতে পালন করা মুরগি খাবারের বর্জ্য, ঝরা শস্য, পোকামাকড়, শাকসবজি ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে।

তাই এরা পরিমিত সুষম খাবার পায় না। বসতবাড়িতে উন্নত জাতের মুরগী পালন করলে সুষম খাদ্য না দেওয়া হলে প্রত্যাশিত ডিম ও মাংস পাওয়া যাবেনা।

খামারে মুরগি পালনে মোট ব্যয়ের ৭০% খাদ্য বাবদ খরচ হয়। মুরগি প্রচুর পরিমাণ পানি পান করে। তাই মুরগির খামারে খাদ্য ও পানি ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ।

প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চাইলে এই উত্তরগুলো নিতে পারো বা তোমাদের মত করে লিখতে পারো। ধন্যবাদ।

বিঃদ্রঃ এই কন্টেন্ট শিক্ষামূলক। বিনাঅনুমতিতে যে কেউ ব্যহার করতে পারবেন। করোনাকালে শিক্ষার্থীদের পাশে থাকার আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

৯ম শ্রেণির পদার্থবিজ্ঞান এসাইনমেন্ট ৬ সপ্তাহ প্রশ্ন সমাধান এর কাজ চলছে…. এইখানে সব বিষয়ের সমাধান পাবেন।

আরও দেখুন ৬ষ্ঠ শ্রেণির ৬ সপ্তাহের এসাইনমেন্ট উত্তর-

৬ষ্ঠ শ্রেণির বাংলা এসাইনমেন্ট ৬ সপ্তাহ | Class 6 Bangla Assignment 6th Week

ষষ্ঠ শ্রেণির গণিত এসাইনমেন্ট ৬ সপ্তাহ | Class 6 Math Assignment 6th Week

৬ষ্ঠ শ্রেণির কৃষি শিক্ষা এসাইনমেন্ট ৬ সপ্তাহ | Class 6 Agriculture Assignment 6th Week

আরও দেখুন ৭ম শ্রেণির ৬ সপ্তাহের এসাইনমেন্ট উত্তর-

৭ম শ্রেণির বাংলা এসাইনমেন্টে ৬ সপ্তাহ | Class 7 Bangla 6th Week Assignment Answer

সংবাদটি শেয়ার করুন
fb-share-icon
Tweet

এই বিভাগের আরও সংবাদ

Leave a Comment