৭ম শ্রেণির ৩য় সপ্তাহের কৃষি শিক্ষা এসাইনমেন্ট ২০২১ – Class 7 Agriculture Assignment 2021

সপ্তম (৭ম) শ্রেণির ৩য় সপ্তাহের কৃষি শিক্ষা এসাইনমেন্ট প্রশ্ন ২০২১ – Class 7 (seven) Agriculture Assignment 3rd Week 2021 এর উত্তর দিতে পারবে ।  আজকের পোস্ট থেকে ধারণা নিয়ে তোমাদের এসাইমেন্ট তৈরি করতে সহযোগিতা করবে আশা করি। যে প্রশ্ন রয়েছে- পরিবারের মৌলিক চাহিদা পূরণে তার ভূমিকা কী? তার কার্যক্রম পরিবারের অর্থনৈতিক উন্নয়নে কীভাবে সহায়তা করতে পারে? তোমার গ্রামের অন্যান্য কৃষিজীবীদের স্বাবলম্বি করতে তিনি কীভাবে সহায়তা করতে পারবেন?

সপ্তম (৭ম) শ্রেণির ৩য় সপ্তাহের কৃষি শিক্ষা এসাইনমেন্ট প্রশ্ন ও উত্তর ২০২১

তাহিরপুর গ্রামের আদর্শ কৃষক রফিক তার বাড়িটি একটি আদর্শ খামারে পরিণত করেছেন। তিনি বাড়ির পাশের | জমিতে ধান, গম চাষ করেন। বাড়িতে ফল, শাকসবজি, ভেষজ উদ্ভিদ ও কাঠাল গাছ রোপন করেছেন। পাশাপাশি তিনি পুকুরে মাছ চাষ, হাঁস-মুরগি পালন ও গরু-ছাগল লালন-পালন করেন। তোমার দেখা এরূপ একজন কৃষক গ্রামের আর্থ সামাজিক উন্নয়নে কীভাবে ভূমিকা পালন করছেন।

নিচের প্রশ্নগুলোর আলোকে উত্তর দাও

১। পরিবারের মৌলিক চাহিদা পূরণে তার ভূমিকা কী?
২। তার কার্যক্রম পরিবারের অর্থনৈতিক উন্নয়নে কীভাবে সহায়তা করতে পারে?
৩। তোমার গ্রামের অন্যান্য কৃষিজীবীদের স্বাবলম্বি করতে তিনি কীভাবে সহায়তা করতে পারবেন?

৭ম শ্রেণির ৩য় সপ্তাহের কৃষি শিক্ষা এসাইনমেন্ট  উত্তর ২০২১  – Class 7 Agriculture Assignment Answer 2021

উত্তরঃ  আমার দেখা এরূপ একজন কৃষক বকুল মিয়া গ্রামের আর্থ-সামাজিক উন্নয়নে যেভাবে ভূমিকা পালন করছেন তা নিচে আলাচোনা করা হলো-

কৃষি কাজের মাধ্যমেই মানব সমাজের ইতিহাস রচিত হয়েছে। কৃষিকাজকে কেন্দ্র করে আমাদের পরিবার ও সমাজ গঠনের সূচনা হয়েছিল। কৃষি কাজ করার আগে মানুষ পশুপাখি শিকার করে অথবা গাছের ফল আহরণ করে খাদ্য সংগ্রহ করত। বর্তমানে কৃষি আমাদের জীবনের সাথে খুবই ঘনিষ্টভাবে জড়িত।

১) পরিবারের মৌলিক চাহিদা পূরণে তার ভূমিকা

কৃষির মাধ্যমে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ মৌলিক চাহিদা যেমন- খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা পূরণ হয়ে থাকে। বিভিন্ন ফসল উৎপাদন পশুপাখি প্রতিপালন মৎস্য চাষ ও বনায়নের মাধ্যমে তিনি তার পরিবারের সদস্যদের মৌলিক চাহিদা পূরণ করে থাকেন।
পরিবারের প্রয়োজন আর চাহিদা মতো খাদ্যের জোগান নিশ্চিত করেন। এর সঙ্গে বাড়তি অংশ বাজারে বিক্রি করে টাকা আয় করেন।

২) তার কার্যক্রম পরিবারের অর্থনৈতিক উন্নয়নে যেভাবে সাহায্য করতে পারে

কৃষিকাজের মাধ্যমে ফসল উৎপাদন করে পরিবারের মৌলিক চাহিদাগুল পূরণের পাশাপাশি অতিরিক্ত উৎপাদন ক্রয়-বিক্রয়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন করতে পারেন। এক্ষেত্রে অর্জিত অর্থ পরিবারের যেকোনো ক্ষেত্রে সহজেই ব্যবহার করতে পারেন। তার এ সকল কার্যক্রম পরিবারের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

৩) আমার গ্রামের অন্যান্য কৃষিজীবীদের স্বাবলম্বী করতে তিনি যেভাবে সহায়তা করতে পারেন

* তিনি সঠিকভাবে কৃষিকাজ করে অন্যান্য কৃষিজীবীদের আদর্শ হতে পারেন।
* তাদের দিক নির্দেশক হিসেবে কাজ করতে পারেন।
* তাদেরকেও স্বাবলম্বী করে তুলতে উৎসাহ প্রদান করতে পারেন।

* গ্রামের বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন।
* গ্রামের কৃষিজীবীদের সঠিক তথ্য দিয়ে কৃষিকাজে সহায়তা করতে পারেন।
* যার ফলে, গ্রামের কৃষিজীবীরা বেশি ফসল উৎপাদন করতে পারবে।

এভাবে অন্য কৃষিজীবীরাও স্বাবলম্বী হতে পারবে। এখন, এ কথা বলতে দ্বিধা নেই যে, রহিম মিয়া তার নিজস্ব কৃষি কার্যক্রমের মাধ্যমে এভাবেই গ্রামের। আর্থ- সামাজিক উন্নয়নে ভূমিকা পালন করছেন।

৭ম শ্রেণির আরও এসাইনমেন্ট 

৭ম শ্রেণির ৩য় সপ্তাহের গণিত এসাইনমেন্ট সমাধান ২০২১ – Class 7 Math Assignment

Scroll to Top