৭ম শ্রেণির ৩য় সপ্তাহের গণিত এসাইনমেন্ট সমাধান ২০২১ – Class 7 Math Assignment

সুপ্রিয় শিক্ষার্থীরা, সপ্তম (৭ম) শ্রেণির ৩য় সপ্তাহের গণিত এসাইনমেন্ট সমাধান ২০২১ – Class 7 (seven) Math Assignment Answer 3rd Week 2021 এর সমাধান নিয়ে এসেছি। ২০২১ সালের ৭ম শ্রেণির ৩য় সপ্তাহের গণিত বিষয়ের উত্তর বা সমাধান নিয়ে চিন্তায় রয়েছ, তাদের জন্যই এই পোস্টটি। ১. তুমি একটি তিন অঙ্কের পূর্ণ বর্গসংখ্যা লিখ এবং দুটি ভিন্ন পদ্ধতিতে সংখ্যাটির বর্গমূল নির্ণয় কর

আলোচনার বিষয়ঃ
সপ্তম শ্রেণির ২০২১ সালের ৩য় সপ্তাহের গণিত নির্ধারিত কাজ বা এসাইনমেট এর প্রশ্ন;
৭ম শ্রেণি গণিত ৩য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট এর বাছাইকরা নমূনা উত্তর;
প্রশ্ন-১. তুমি একটি তিন অঙ্কের পূর্ণ বর্গসংখ্যা লিখ এবং দুটি ভিন্ন পদ্ধতিতে সংখ্যাটির বর্গমূল নির্ণয় কর ;

প্রশ্ন-২: একটি সৈন্যদলকে ৯, ১২ ও ২০ সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না। সৈন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে, তা নির্ণয় কর।
৭ম শ্রেণির ৩য় সপ্তাহের অন্যান্য বিষয়ের বাছাইকরা উত্তর পাবে।

সপ্তম শ্রেণির ২০২১ সালের ৩য় সপ্তাহের গণিত নির্ধারিত কাজ বা এ্যাসাইনমেন্ট এর প্রশ্ন

১. তুমি একটি তিন অঙ্কের পূর্ণ বর্গসংখ্যা লিখ এবং দুটি ভিন্ন পদ্ধতিতে সংখ্যাটির বর্গমূল নির্ণয় কর;

২. একটি সৈন্যদলকে ৯, ১২ ও ২০ সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না। সৈন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে, তা নির্ণয় কর;

প্রশ্ন-১. তুমি একটি তিন অঙ্কের পূর্ণ বর্গসংখ্যা লিখ এবং দুটি ভিন্ন পদ্ধতিতে সংখ্যাটির বর্গমূল নির্ণয় কর;

সমাধান -১:

ধরি, তিন অঙ্কের একটি পূর্ণ বর্গসংখ্যা হলো ৬২৫; দুটো ভিন্ন পদ্ধতিতে সংখ্যা দুটির বর্গমূল নির্ণয় করতে হবে।

প্রথম পদ্ধতি: মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়ঃ

৭ম শ্রেণির ৩য় সপ্তাহের গণিত এসাইনমেন্ট সমাধান ২০২১ - Class 7 Math Assignment Solution

মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়ঃ ২৫

দ্বিতীয় পদ্ধতি: ভাগের গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়ঃ

৭ম শ্রেণির ৩য় সপ্তাহের গণিত এসাইনমেন্ট সমাধান ২০২১ - Class 7 Math Assignment Solution

প্রশ্ন-২: একটি সৈন্যদলকে ৯, ১২ ও ২০ সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না। সৈন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে, তা নির্ণয় কর;

সমাধান-২:

একটি সৈন্যদলকে ৯, ১২ ও ২০ সারিতে সাজানাে যায় ফলে সৈন্য সংখ্যা ৯, ১২, ও ২০ দ্বারা বিভাজ্য এরূপ ক্ষুদ্রতম সংখ্যা হবে ৯, ১২, ও ২০ এর ল.সা.গু;

এখন,

৭ম শ্রেণির ৩য় সপ্তাহের গণিত এসাইনমেন্ট সমাধান ২০২১ - Class 7 Math Assignment

একটি সৈন্যদলকে ৯, ১২ ও ২০ সারিতে সাজানাে যায় ফলে সৈন্য সংখ্যা ৯, ১২, ও ২০ দ্বারা বিভাজ্য এরূপ ক্ষুদ্রতম সংখ্যা হবে ৯, ১২, ও ২০ এর ল.সা.গু;
৯, ১২ ও ২০ এর ল. সা. গু. = ২ x ২ x ৩ x ৩ x = (২x২) x (৩x৩) x ৫

এখানে, ৫ ‘জোড়াবিহীন

সুতরাং, সৈন্যদলকে ৫ দ্বারা গুণ ব’লে বশেরে সাজানো যাবে।

বিঃদ্রঃ এই ছিল সপ্তম (৭ম) শ্রেণির ৩য় সপ্তাহের গণিত বিষয়ের এসাইনমেন্ট এর নমুনা উত্তর; এটি অনুসরণ করে একটি তিন অঙ্কের পূর্ণ বর্গসংখ্যা লিখ এবং দুটি ভিন্ন পদ্ধতিতে সংখ্যাটির বর্গমূল নির্ণয় করতে পারবে।

৭ম শ্রেণির ২য় সপ্তাহ ইংরেজি এসাইনমেন্ট (English Assignment) উত্তর ২০২১

 

Scroll to Top