ক্যাম্পাস টুডে ডেস্ক
করোনা পরিস্থিতি মোকাবেলা শিক্ষা মন্ত্রণালয় দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণার পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের হল বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যা ছয়টার মধ্যে শিক্ষার্থীদের হল ছেড়ে চলে যেতে বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কলেজের অধ্যক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য প্রফেসর নেহাল আহমেদ। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
প্রফেসর নেহাল আহমেদ বলেন, করোনা-ভাইরাস সংক্রমিত হওয়ার প্রভাব এড়াতে কলেজ বন্ধের পর এবার হল বন্ধের নির্দেশ আসলো। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যদের জরুরি বৈঠক শেষে এ সিদ্ধান্ত হয়ে।