সোমবার, ২৯ মে ২০২৩, ০৮:৩৯ পূর্বাহ্ন

দিনাজপুরের পাঁচ উপজেলায় আগাম ঈদ উদযাপন

  • আপডেট টাইম শনিবার, ৯ জুলাই, ২০২২, ১০.৫৩ এএম

ক্যাম্পাস টুডে ডেস্কঃ  সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরে আগাম ঈদ-উল আজহা উদযাপন করছেন পাঁচটি উপজেলার অধিকাংশ মানুষ। ঈদ উদযাপনে আজ সকাল ৮টায় শহরের চারুবাবুর মোড়স্থ পার্টি সেন্টারে ঈদ-উল আযাহার প্রধান অনুষ্ঠিত হয়।

এতে ইমামতি করেন মাওলানা মো. আব্দুর রাজ্জাক। এই নামাজে প্রায় দুই শতাধিক মুসল্লি অংশ নেন। জামাতে নারীদের পৃথক নামাজের ব্যবস্থা করা হয়।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরে ঈদ উদযাপন কমিটির সভাপতি মোকবুল হোসেন জানান, এবার জেলার ৫টি উপজেলায় প্রায় ১০ টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুর শহরের চারুবাবুর মোড়স্থ পার্টি সেন্টার, সদরের নিউটাউন, ফুলতলা, কাচারীর পেছনে ইসলামবাগ এলাকায় ঈদের জামাত হয়েছে।

এছাড়াও চিরিরবন্দর উপজলার রাবার ড্যাম এলাকা, কাহারোল উপজেলা জয়নন্দ গ্রাম, ১৩ মাইল এলাকা, বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের আয়রা বাজার জামে মসজিদ, জোতবানী ইউনিয়নের খয়েরবাড়ি মির্জাপুর জামে মসজিদ এবং বিরল উপজেলার বালান্দোর গ্রামে আগাম ঈদুল আগাম ঈদুল আজহার নামাজ আদায় করা হয়।

দিনাজপুরের অনেক উপজেলায় ২০০৭ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় হচ্ছে। প্রথমে মুসল্লির সংখ্যা কম থাকলেও প্রতিবছর তা বাড়ছে। তবে রাষ্ট্রীয় ঘোষণা অনুযায়ী বাংলাদেশে রবিবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today