বেড়েই চলেছে করোনায় পুলিশ আক্রান্তের সংখ্যা

| ক্যাম্পাস টুডে ডেস্ক | Avatar

ক্যাটাগরি :

জাতীয় টুডেঃ করোনায় পুলিশ আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।গত ২৪ ঘণ্টায় পুলিশের আরও ২৩৯ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।পুলিশের সদর দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

গত কয়েক দিনে পুলিশ সদস্যদের এটাই সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। এখন পর্যন্ত সব মিলিয়ে করোনা আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। এর আগে গত সোমবার (৪ মে) আক্রান্তের সংখ্যা ছিল ৯১৪ জনে।

সূত্র জানায়, দেশে করোনা হানা দেওয়ার পর থেকে মঙ্গলবার (৫ মে) পর্যন্ত পুলিশের ১১৫৩ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন পাঁচ জন।

আশার কথা হলো আক্রান্তদের মধ্য থেকে অধিকাংশ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
ইতিমধ্যে ৮৫ জন সুস্থ হয়েছেন এবং আইসোলেশনে আছেন ৩১৫ জন। এছাড়া কোয়ারান্টিনে আছেন এক হাজার ২৫০ জন।

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds