বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের প্রতি মানবিক হওয়ার আহ্বান ইউজিসির

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের প্রতি মানবিক হওয়ার আহ্বান ইউজিসির

ক্যাম্পাস টুডে ডেস্ক


বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের প্রতি মানবিক হওয়ার আহ্বান জানিয়েছে ইউজিসি।ইতিমধ্যে শিক্ষার্থী ভর্তি, ক্লাস ও পরীক্ষাসংক্রান্ত সকল বিষয়ে ইউজিসির গাইডলাইন অমান্যের অভিযোগে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমূহের উদ্দেশ্য সাধারণ প্রজ্ঞাপন জারি করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

পাশাপাশি শিক্ষার্থীদের অভিযোগ প্রমাণসহ ইউজিসির ইমেইলে পাঠানোর কথা বলা হয়েছে।

গত মঙ্গলবার বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার পরিচালক ড. মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত এই বিষয়ে প্রজ্ঞাপন বিজ্ঞপ্তি জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, এতদ্বারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতির কারণে বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ অনলাইন ক্লাস ও পরীক্ষা গ্রহণ, মূল্যায়ন ও শিক্ষার্থী ভর্তি সম্পর্কিত সকল নির্দেশনা গত ৭ মে ২০২০ স্মারক নং ইউজিসি/বে:/বি:৬৯(০১)২০১৮/২২১৪ অনুযায়ী সকল বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করা হয়েছে। উক্ত নির্দেশনায় অনলাইন ক্লাস ও পরীক্ষা গ্রহণ, মূল্যায়ন ও শিক্ষার্থী ভর্তি সম্পর্কিত সকল বিষয় বিশদ বিধৃত করা হয়েছে। উক্ত নির্দেশনাসমূহ যথাযথভাবে প্রতিপালন ও অনুশীলন করার জন্য সকল বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *