ক্যাম্পাস বাসে বাড়ি যেতে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের করোনা টেস্ট শুরু

ক্যাম্পাস বাসে বাড়ি যেতে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের করোনা টেস্ট শুরু

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে মঙ্গলবার (১৩ জুলাই) থেকে করোনা পরীক্ষা চালু হয়েছে ।

গোপালগঞ্জে অবস্থানরত শিক্ষার্থীদের বাড়ি পৌঁছাবার জন্য বাস দিবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাই বাড়ি ফেরার আগে করোনা টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজকে প্রায় ১০৬ জনের নমুনা টেস্ট করানো হয়, এর মধ্যে তিন জনের করোনা শনাক্ত হয়েছে।

নমুনা টেস্টের মাধ্যমে শুধুমাত্র যাদের করোনা নেগেটিভ আসবে তারাই বাসে করে গন্তব্যে পৌঁছাতে পারবে। যাতে শিক্ষার্থীরা নিজ বাড়ি গিয়ে নিজে সুস্থ থাকতে পারে পাশাপাশি পরিবারকে ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষা দিতে পারে।

এদিকে, গোপালগঞ্জে অবস্থানরত শিক্ষার্থীদের তালিকা সিভিল সার্জন অফিসে প্রেরণ করা হয়েছে। সেই তালিকা থেকেই আজ থেকে ১৬ জুলাই পর্যন্ত প্রতিদিন প্রায় ১৫০ জনের নমুনা পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে করানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *