১ থেকে ১০০ পর্যন্ত বানান বাংলা

১ থেকে ১০০ পর্যন্ত বানান বাংলা – ১ থেকে ১০০ পর্যন্ত কথায় বানান গুলো কিছু কিছু পরিবর্তন করে নতুন ভাবে দেয়া হয়েছে । বাংলা একাডেমী নতুন করে ১ থেকে ১০০ পর্যন্ত বানান পরিবর্তন করে দিয়েছে । তো যাইহোক আজ আমরা এখন ১ থেকে ১০০ পর্যন্ত কথায় সঠিক বানান গুলো সম্পর্কে জানব । তার পাশাপাশি সরকারি বইয়ের ছবির মাধ্যমে এর সত্যতা নিশ্চত করবো। তবে চল জেনে নেওয়া যাক ১ থেকে ১০০ পর্যন্ত বানান বাংলাগুলো।

১ = এক
২ = দুই
৩ = তিন
৪ = চার
৫ = পাঁচ
৬ = ছয়
৭ = সাত
৮ = আট
৯ = নয়
১০ = দশ

১১ = এগারো (এগার = পূর্বের বানান)
১২ = বারো (বার = পূর্বের বানান)
১৩ =তেরো (তের = পূর্বের বানান)
১৪ = চৌদ্দ (চোদ্দ = পূর্বের বানান)
১৫ = পনেরো (পনের = পূর্বের বানান)
১৬ = ষোলো (ষোল = পূর্বের বানান)
১৭ = সতেরো (সতের = পূর্বের বানান)
১৮ = আঠারো ( আঠার = পূর্বের বানান)
১৯ = উনিশ (ঊনিশ = পূর্বের বানান)
২০ = বিশ (কুঁড়ি = পূর্বের বানান)

১ থেকে ১০০ পর্যন্ত বানান বাংলা

২১ = একুশ
২২ = বাইশ
২৩ = তেইশ
২৪ = চব্বিশ
২৫ = পঁচিশ
২৬ = ছাব্বিশ
২৭ = সাতাশ
২৮ = আটাশ
২৯ = ঊনত্রিশ
৩০ = ত্রিশ

৩১ = একত্রিশ
৩২ = বত্রিশ
৩৩ = তেত্রিশ
৩৪ = চৌত্রিশ
৩৫ = পঁয়ত্রিশ
৩৬ = ছত্রিশ
৩৭ = সাঁইত্রিশ (সাত্রিশ = পূর্বের বানান)
৩৮ = আটত্রিশ
৩৯ = ঊনচল্লিশ
৪০ = চল্লিশ

৪১ = একচল্লিশ
৪২ = বিয়াল্লিশ
৪৩ = তেতাল্লিশ
৪৪ = চুয়াল্লিশ
৪৫ = পঁয়তাল্লিশ
৪৬ = ছেচল্লিশ
৪৭ = সাতচল্লিশ
৪৮ = আটচল্লিশ
৪৯ = ঊনপঞ্চাশ
৫০ = পঞ্চাশ

৫১ = একান্ন
৫২ = বাহান্ন (বায়ান্ন = পূর্বের বানান)
৫৩ = তিপ্পান্ন
৫৪ = চুয়ান্ন
৫৫ = পঞ্চান্ন
৫৬ = ছাপ্পান্ন
৫৭ = সাতান্ন
৫৮ = আটান্ন
৫৯ = ঊনষাট
৬০ = ষাট

৬১ = একষট্টি
৬২ = বাষট্টি
৬৩ = তেষট্টি
৬৪ = চৌষট্টি
৬৫ = পঁয়ষট্টি
৬৬ = ছেষট্টি
৬৭ = সাতষট্টি
৬৮ = আটষট্টি
৬৯ = ঊনসত্তর
৭০ = সত্তর

৭১ = একাত্তর
৭২ = বাহাত্তর
৭৩ = তিয়াত্তর
৭৪ = চুয়াত্তর
৭৫ = পঁচাত্তর
৭৬ = ছিয়াত্তর

৭৭ = সাতাত্তর
৭৮ = আটাত্তর
৭৯ = ঊনআশি
৮০ = আশি

১ থেকে ১০০ পর্যন্ত বানান বাংলা

৮১ = একাশি
৮২ = বিরাশি
৮৩ = তিরাশি
৮৪ = চুরাশি
৮৫ = পঁচাশি
৮৬ = ছিয়াশি
৮৭ = সাতাশি
৮৮ = আটাশি
৮৯ = ঊননব্বই
৯০ = নব্বই

৯১ = একানব্বই
৯২ = বিরানব্বই
৯৩ = তিরানব্বই
৯৪ = চুরানব্বই
৯৫ = পঁচানব্বই
৯৬ = ছিয়ানব্বই
৯৭ = সাতানব্বই
৯৮ = আটানব্বই
৯৯ = নিরানব্বই
১০০ = একশত (একশ = পূর্বের বানান)

১ থেকে ১০০ পর্যন্ত বানান বাংলা সম্পূর্ণ পড়ার জন্য ধন্যবাদ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *