‘ নরেন্দ্র মোদির নিজেরই নাগরিকত্ব সনদ নেই, জন্মসূত্রে ভারতীয়’

‘ নরেন্দ্র মোদির নিজেরই নাগরিকত্ব সনদ নেই, জন্মসূত্রে ভারতীয়’

আন্তর্জাতিক ডেস্ক


ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) চালুর পর তথ্য অধিকার আইনের (আরটিআই) মাধ্যমে মোদির নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করেছেন শুভঙ্কর সরকার নামে একজন ভারতীয় নাগরিক।

মোদির নাগরিকত্ব নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, “ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কোনো নাগরিকত্ব সনদ নেই। জন্মসূত্রে তিনি ভারতীয়।”

রবিবার (০১ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার ও দ্য সিয়াসাত ডেইলি’র প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

 

এদিকে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) চালুর পর গত ১৭ জানুয়ারি শুভঙ্কর সরকার নামে এক ভারতীয় আরটিআই’র মাধ্যমে জানতে চান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাগরিকত্বের সনদ রয়েছে কি না?

এমন প্রশ্নের জবাবে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্ডার সেক্রেটারি প্রবীণ কুমার জানিয়েছেন, ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের ৩ ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জন্মসূত্রেই ভারতীয়।

এদিকে সমালোচনাকরা বলছে, এনআরসি (জাতীয় নাগরিকপঞ্জি) ও এই আইনের মাধ্যমে ভারতীয় মুসলিমদের রাষ্ট্রহীন করার চেষ্টা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *